প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে ইট ভাটায় অভিযান, জরিমানা আদায়

ফরিদপুরে ইট ভাটায় অভিযান, জরিমানা আদায়

ডেস্ক রিপোর্ট

ফরিদপুরে বিভিন্ন অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইট ভাটাগিুলোকে জরিমানা করা হয়। এ সময় ইটভাটার আগুন ও কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা করা হয়।

১৯ ফেব্রুয়ারি দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সাজিদ-উল-মাহমুদ্। অভিযানে জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস সহযোগীতা করেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী অভিযানে সহযোগীতা করেন।   অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক টিপু সুলতান।

অভিযানে সদর উপজেলার বাহির দিয়ার মেসার্স ফ্যানকো ব্রিকস্ ইন্ডা: (এফবিআই) স্বত্বাধিকারী অনিল কুমার এবং শিবরামপুর এলাকার পি এম বি ব্রিকস্ এর স্বত্বাধিকারী মোঃ ফিরোজ খাঁন গোপালকে দুই লক্ষ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলার মুরারীদহ এলাকার মেসার্স এ আর এম ব্রিকস্ এর স্বত্বাধিকারী মোঃ এনামুল তারিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গত ১৩ ফেব্রুয়রি মধুখালীর দড়ি বাজারের মেসার্স এস এস বি ব্রিকস্ কে ২ লক্ষ টাকা ও গোমারার মেসার্স এম এম কে বি ব্রিকস্ কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরিদপুর পরিবেশ অধিদপ্তর উপ পরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, অভিযানে ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৮ নং ধারা অনুযায়ী নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপনের অপরাধে ইটভাটাগুলোকে জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। তাছাড়া ইটভাটার আগুন কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা করা হয়েছে। এ সময় ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, ফরিদপুর জেলার অবৈধ ইটভাটা পরিবেশ দূষণকারী সকল কারখানা/প্রকল্পের বিরুদ্ধে ফরিদপুর জেলা প্রশাসনের সহায়তায়, পরিবেশ অধিদপ্তরের ধরনের অভিযান অব্যাহত থাকবে।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply