ফরিদপুরে পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা
ফরিদপুরে পেঁয়াজের
আড়তে অভিযান, জরিমানা
ডেস্ক রিপোর্ট
ফরিদপুরের বিভিন্ন বাজারে পাইকারি ও খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় অভিযান পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে জেলার সালথার ঠেনঠেনিয়া পেঁয়াজের বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে
পেঁয়াজের দাম বেশী রাখায়
মোল্লা ট্রেডার্সকে ৫ হাজার, হোসেন
ট্রেডার্সকে ৫ হাজার ও
রাবেয়া এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা
জরিমানা করা হয়।
জেলা
প্রশাসক কার্যালয়ের সহকারী সিনিয়র কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
ইজাজুল হক ও জেলা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা
করা হয়।
এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, গত কয়েকদিন ধরে ফরিদপুরের বাজারগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় আড়তে অভিযান চালানো হয়। পেঁয়াজ নিয়ে কারসাজি করার দায়ে তিন আড়ত মালিককে জরিমানা এবং অন্যদের পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা দেওয়া হয়।
Tag:
No comments: