ফরিদপুরে প্রায় ৫ মণ ইলিশ মাছ জব্দ
ফরিদপুরে প্রায় ৫ মণ ইলিশ মাছ জব্দ
ফরিদপুর সদর উপজেলার
নর্থ চ্যানেল ইউনিয়নের লাল খা’র বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে
প্রায় ৫ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সোমবার ২৮ অক্টোবর
সন্ধ্যায়
গোপন
সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস ও পুলিশ বিভাগ যৌথ ভাবে এ অভিযান
পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বীর নেতৃত্বে
এ অভিযান পরিচালিত হয়
।
ইলিশের প্রজনন বৃদ্ধি করতে গত ১৩ অক্টোবর হতে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষিদ্ধ সময়ে মা ইলিশ রক্ষার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এছাড়াও পদ্মা নদীর বিভিন্ন জল সীমানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে আমরা সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের লাল খা’র বাজারে এ
অভিযান পরিচালনা করি। এ সময় এক লোক ইলিশ মাছ বিক্রি করছিলো। প্রায় ৫ মণ মাছ জব্দ করা
হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী বলেন, আমরা মা ইলিশ সংরক্ষণ
অভিযানে বের হয়েছিলাম, অভিযানে প্রায় ৫ মণের মত ইলিশ মাছ বিক্রয়রত অবস্থায় জব্দ করি।
এ মাছগুলো এখন বিভিন্ন এতিমখানা ও ফরিদপুরে দুটি সরকারি শিশু পরিবার রয়েছে তাদের মাঝে
বিতরণ করা হচ্ছে। আমাদের এ অভিযান ৩ তারিখ পর্যন্ত অব্যহত থাকবে। আমরা সকালে পদ্মা
নদীতে অভিযান করি এবং দিনের বেলায় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করি।https://www.profitablecpmrate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45
তিনি বলেন, আশ্চর্যজনক বিষয় হলো এখানে শুধু ইলিশ মাছই বিক্রি
হচ্ছিলো, অন্য কোন মাছ নেই।
Tag:
No comments: