ফরিদপুরে চালক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
ফরিদপুরে চালক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
ডেস্ক রিপোর্ট
ফরিদপুরের মধুখালীতে তিন বছর আগে চালককে হত্যা করে ব্যাটারি চালিত রিকশা ছিনতাইয়ের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
০২ অক্টোবর বুধবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আব্দুর রহমান, লিয়াকত বিশ্বাস ও আ. মান্নান ঘরামী। তারা ফরিদপুর জেলার বোয়ালমারী ও পাবনা জেলার বাসিন্দা। যাবজ্জীবনের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক। অনাদায়ে তাদের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে বলা হয়, মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার ব্যাটারি চালিত রিকশার চালক মালেক শেখ (৫৫) ২০২১ সালের ১১ অগাস্ট সন্ধ্যার পর তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরদিন সকাল পেরিয়ে গেলেও তিনি না ফেরায় বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ওই উপজেলার ব্যাসদী এলাকায় রাস্তার পাশে ডোবার কিনারায় মালেকের লাশ পাওয়া যায়।
“তাকে গলায় গামছা পেঁচিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে রিকশা ছিনতাই করে নিয়ে যায় একদল সন্ত্রাসী। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে নিহতের ছেলে শহীদুল শেখ বাদি হয়ে মধুখালী থানায় একটি হত্যা ও রিকশা ছিনতাই মামলা দায়ের করে। https://www.cpmrevenuegate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45 ”
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছানোয়ার হোসেন বলেন, মামলাটি তদন্ত শেষে মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম ২০২২ সালের ৩১ জানুয়ারি ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়। এ মামলার বাকি তিন আসামির মধ্যে দুইজনকে দুই বছর করে কারাদণ্ড ও একজনকে খালাস দেওয়া হয়। দুই বছরের সাজাপ্রাপ্তরা হলেন-মোহাম্মদ মিলন শেখ ও কোরবান বিশ্বাস। রায়ের সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি বাদে বাকিরা আদালতে উপস্থিত ছিল।
Tag:
No comments: