প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

"অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" শ্লোগান নিয়ে ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) র‌্যালী, আলোচনা সভা, মহড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকালে জেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে সচেতনতামূলক র‌্যালী বের হয়ে শহরের তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুলে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পরিচালনায় ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, সদর ইউএনও লিটন ঢালী, এফডিএ নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, নর্থচ্যানেল ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারি প্রকৌশলী আনোয়ার হোসেনসহ কার্যালয়ের অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে দুর্যোগ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী স্কুল শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply