প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে নকল কসমেটিক তৈরির কারখানায় অভিযান

ফরিদপুরে নকল কসমেটিক তৈরির কারখানায় অভিযান

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

ফরিদপুর শহরের গোয়ালচামট মিয়া পাড়া সড়কের একটি ভাড়া বাসায় নকল কসমেটিক তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল রূপচর্চার প্রসাধনী নামিদামি ব্র্যান্ডের ভুয়া কসমেটিক জব্দ করা হয়েছে।

এ সময় নকল পণ্য তৈরির কারখানা মালিক রাসেল চোকদারকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাসেল চোকাদার জেলার সদর উপজেলার বিলনালিয়া গ্রামের বসিরউদ্দিন চোকদারের ছেলে।

সোমবার (০৭ আগস্ট) দুপুরে শহরের গোয়ালচামট মিয়াপাড়া সড়কে মরহুম বাচ্চু মিয়ার বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান।

ওই বাসার ভাড়াটিয়া রাসেল চোকদার দীর্ঘদিন ধরে নকল পণ্য তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এসময় প্রায় সাড়ে ৪ লাখ টাকার নকল প্রসাধনী তৈরির কাঁচামালসহ প্যাকেটজাত পণ্য জব্দ করা হয়।

আধাপাকা ঘর ভাড়া নিয়ে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল বিউটি ক্রিম, স্কিনক্রিমসহ ১৩টি প্রসাধনী পণ্য তৈরি বাজারজাত করতো রাসেল।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোয়ালচামট মিয়াপাড়া সড়কের এই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করা হয়।

তিনি আরও বলেন, রাসেল চোকদার নামে এক ব্যক্তি ওই বাড়ির দুইটি কক্ষ ভাড়া নিয়ে এই নকল পণ্য তৈরির কারখানা স্থাপন করেন। রাসেল চোকদারকে ২০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় মালামালও জব্দ করা হয়েছে এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply