প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিশেষ প্রতিনিধি

ফরিদপুর সদরের কানাইপুর পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন।  ১৯ জুলাই বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- শহরের বদরপুরের মোহাম্মদ আলীর ছেলে মিরাজ হোসেন (২২) ও জেলার বোয়ালমারী উপজেলার সাগর (২৫)। নিহত সাগরের বিস্তারিত পরিচয় জানা যায়নি, তবে তিনি একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে। 

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে বাগেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুর অভিমুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘট। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মিরাজ নিহত হন। এ সময় আরেক আরোহী সাগরকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে সাগর মারা যান।

তিনি আরও জানান, গোল্ডেন লাইন পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ থানায় রাখা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply