প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » নৌবাহিনী কর্মকর্তা হত্যা মামলার পলাতক ড্রাইভার র‌্যাবের হাতে আটক

নৌবাহিনী কর্মকর্তা হত্যা মামলার পলাতক ড্রাইভার র‌্যাবের হাতে আটক

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

রাজবাড়ীতে চাঞ্চল্যকর বেপরোয়া গতিতে মাইক্রোবাসের চাপায় নৌবাহিনী কর্মকর্তার ক্লুলেস হত্যা মামলার পলাতক ঘাতক ড্রাইভারকে র‌্যাব-০৮, সিপিসি-২ (ফরিদপুর ক্যাম্প) গ্রেফতার করেছে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,গত ২৯ জুন ২৩ তারিখ ঈদের দিন রাজবাড়ী জেলার সদর থানাধীন কল্যানপুর ধানের চাতাল এলাকায় ফরিদপুরের দিক হতে আগত মাইক্রোবাস ড্রাইভার বেপরোয়া গতিতে মাইক্রোবাস চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় নৌবাহিনী কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের ০২ জন আরোহীর মধ্যে নৌবাহিনী কর্মকর্তা পেটি অফিসার সজিব মোল্লা(২৪) ঘটনাস্থলেই নিহত হন এবং অপর আরোহী আহত হন। তাকে রাজবাড়ীর সদর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। উল্লেখ্য, নিহত নৌবাহানী কর্মকর্তা বাংলাদেশ নৌবাহিনীতে পেটি অফিসার পদে সম্প্রীতি চাকরি পেয়েছিলেন।


এই দূর্ঘটনাটি জাতীয় স্থানীয়ভাবে প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ায় প্রচার হলে চাঞ্চল্য সৃষ্টি করে। বিষয়টি পরবর্তীতে  দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উল্লেখ্য, দূর্ঘটনাটি ঘটার পর থেকেই সংশ্লিষ্ট মাইক্রোবাস ড্রাইভার পালিয়ে যায় এবং আত্মগোপন করে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর র‌্যাব উক্ত মাইক্রোবাস ড্রাইভারকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এরই ধারাবাহিকতায় ০৭ জুলাই র‌্যাব-০৮, বরিশালের (ফরিদপুর ক্যাম্প) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মাইক্রোবাস ড্রাইভার নিজেকে আত্মগোপন করে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অবস্থান করছে।


উক্ত সংবাদের সত্যতা পাওয়ার পর র‌্যাব -০৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এবং  স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হক এর নেতৃত্বে ০৭ জুলাই বিকেল আনুমানিক  ৩.৩০টায় ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাইক্রোবাস ড্রাইভার আসামী মোঃ জাকির হোসেন ওরফে জাহিদ(৪৮) কে গ্রেফতার করা হয়। আসামী জাকির বাখুন্ডা রাঘুয়াপাড়া গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীর স্বীকারোক্তি থেকে জানা যায় সে উপরোক্ত মামলার অজ্ঞাত পলাতক আসামী। পরবর্তীতে ধৃত আসামীকে রাজবাড়ী  জেলার আহ্লাদীপুর হাইওয়ে  থানায় হস্তান্তর করা হয়।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply