অন্তরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে পারলে আমরা বেঁচে থাকবো- ডিসি কামরুল আহসান
অন্তরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে পারলে আমরা বেঁচে থাকবো - ডিসি কামরুল আহসান
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
ফরিদপুরের
জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেছেন আমরা যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আমাদের অন্তরে ধারণ করতে পারি তাহলে স্বাধীনতার স্বপক্ষের দল আওয়ামীলীগ ক্ষমতায়
থকাবে এবং ওই সময় আমরা
বীর মুক্তিযোদ্ধারা ও মহান মুক্তিযুদ্ধে
শহীদ পরিবারের সদস্যরা বেঁচে থাকবো।
তিনি
বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার বিরোধীতা করেছিলো, পাকিস্তানিদের সাহায্য করেছিলো তাদেরকে যদি দেখি তারা গাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়ে যাচ্ছে, তারা সমাজে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে তাহলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, মনে হয় আমরা বেঁচে
থেকেও মরে গেছি।
১২ জুলাই বুধবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৯৭১ আমরা শহীদ পরিবার, শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে শহীদ পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও নারী মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, শুধুমাত্র আওয়ামীলীগ সরকারই মুক্তিযোদ্ধাদের জন্য ভাবে এবং তাদের নানা রকম সুযোগ সুবিধার আওতায় এনেছে। যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের নির্যাতনে শহীদ হয়েছে তারাও একসময় সরকারি
স্বীকৃতি পাবে। যদি আওয়ামীলীগ ক্ষমতায় থাকে তাহলেই কেবল সম্ভব, তাছাড়া অন্য কোন সরকার মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের নিয়ে ভাবে
না আর ভাববেও না।
সুতরাং মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার
হিসেবে বেঁচে থাকতে হলে স্বাধীনতার পক্ষের দল আওয়ামীলীগকে ক্ষমতায়
রাখতে হবে।
১৯৭১ আমরা শহীদ পরিবার, শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাজ্জাদুল হক সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নুর মোহাম্মদ বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য সাংবাদিক প্রবির শিকদার।
সভা
পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা পি কে সরকার
প্রবোধ। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন শহীদ পরিবার সদস্য বাদল মুন্সি। অনুষ্ঠানে ১১৭ জন বীর মুক্তিযোদ্ধা,
শহীদ পরিবার সদস্য ও নারী মুক্তিযোদ্ধাদের
সন্মাননা ও নগদ টাকা প্রদান করা হয়।
Tag:
No comments: