ফরিদপুরে বৃক্ষ মেলা শুরু
ফরিদপুরে বৃক্ষ মেলা শুরু
জিল্লুর রহমান রাসেল,ফরিদপুর
“গাছ
লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে বর্ণাঢ্য
র্যালী, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণের
মধ্য দিয়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ
অভিযান ও বৃক্ষমেলা- ২০২৩।
এ
উপলক্ষে (১৩ জুলাই) বৃহস্পতিবার
সকাল সাড়ে ১০ টায়জেলা প্রশাসকের
কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসের সামনে বৃক্ষ মেলায় গিয়ে শেষ হয়।
র্যালী শেষে ফরিদপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সকাল ১১ টায় মেলা প্রাঙ্গনে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণীর মধ্যে দিয়ে এ মেলার উদ্ধোধনী সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর
সামাজিক বন বিভাগের বিভাগীয়
বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভূঁইয়ার সভাপতিত্বে, উদ্ধোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা (বিপি), পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোঃ আক্কাস হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হুসাইন।
সভায়
আরো উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ
মোঃ জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ
সাঈদ আনোয়ার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন, ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি
দপ্তরের কর্মকর্তাগণ, নার্সারীর মালিক ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। বিতরণ শেষে বৃক্ষমেলায় অংশ গ্রহন করা বৃক্ষ নার্সারী ৩৩ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।
দশ
দিনব্যাপী বৃক্ষ মেলায় দর্শনার্থীরা প্রতিদিন সকাল ৮ টা থেকে
রাত ৮ টা পযর্ন্ত
ঘুরতে পারবে এবং পছন্দমত সুলভ মূল্যে বিভিন্ন প্রজাতির গাছ ক্রয় করতে পারবেন। প্রতিদিনি সন্ধ্যায় মেলার মঞ্চে থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
Tag:
No comments: