ফরিদপুরে পদ্মাসেতু উদ্বোধনের বর্ষপুর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ফরিদপুরে
পদ্মাসেতু উদ্বোধনের বর্ষপুর্তি উপলক্ষে র্যালি ও
আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি
বাঙালীর বহুল আকাঙ্ক্ষার স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন হয়েছেন এক বছর। ২০২২ সালের ২৫ জুন স্বপ্নের এই পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মাসেতু উদ্বোধনের এক বছর পুর্তি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৫ জুন সকাল ৯.১৫ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, হাইওয়ে পুলিশ সুপার মাহবুব আলম, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা।
এছাড়াও সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক খান, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা এবং রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বাধীনতার পরে দেশের সবচেয়ে বড় অর্জন পদ্মাসেতু। পদ্মা সেতু শুধু উন্নত যোগাযোগ ব্যবস্থাই সৃষ্টি করেছে তা নয়, সেতুকে ঘিরে এ অঞ্চলে গড়ে উঠছে সরকারি- বেসরকারি পর্যায়ে বিভিন্ন কলকারখানা। সৃষ্টি হচ্ছে বেকারদের নতুন নতুন কর্মসংস্থান। ফলে প্রসার ঘটবে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে, সুফল মিলবে জাতীয় অর্থনীতিতে। আগামী ১০ বছরে ফরিদপুরের যে পরিবর্তন হবে তখন ফরিদপুরকে কেউ চিনতে পারবেন না। দেশী বিদেশী প্রচুর বিনিয়োগকারী এখানে আসছে এই পদ্মা সেতুকে কেন্দ্র করে। ফরিদপুর হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের হাব।
Tag:
No comments: