প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে, উদাসীন পুলিশ ভাঙ্গা প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় সম্প্রতি ফাঁকাবাড়িতে কেয়ারটেকারকে নৃশংসভাবে ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ”আওয়ামী লীগ ফিরে আসবে” মন্তব্য করায় ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ

”আওয়ামী লীগ ফিরে আসবে” মন্তব্য করায় ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ

ডেস্ক রিপোর্ট

”আওয়ামী লীগ ফিরে আসবে” এমন মন্তব্যের অভিযোগে ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব . মো. মোখলেস উর রহমান জেলা প্রশাসককে নির্দেশ দেন।

এর আগে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল ইউএনও বিরুদ্ধে এ অভিযোগ করেন।

জানা গেছে, ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল ইউএনওর বিরুদ্ধে অভিযোগ করেন।

তিনি বলেন, সম্প্রতি জেলার সদরপুরে ছাত্র আন্দোলনে মৃতদের স্মরণসভায় দিল্লি না ঢাকার প্রশ্নে আমি বক্তব্য দেই। বক্তব্যে দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করি। এ সময় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আল মামুন। অনুষ্ঠান শেষে তিনি আমাকে ডেকে নিয়ে কৌশলে বোঝানোর চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল)

মতবিনিময় সভায় ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজলের এমন অভিযোগের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান তাৎক্ষণিকভাবে ইউএনও আল মামুনকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যাকে নির্দেশ দেন এবং পরবর্তীতে বরখাস্ত করা হবে বলে জানান।

জানতে চাইলে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। আমি এমন কোনো কথা বলিনি। ওনাদের সঙ্গে কথা বলার সময় ঘটনাস্থলে বিএনপি-জামায়াতের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply