বাবার সব সম্পত্তি লিখে নিতে ছোট ভাই-বোনদের নির্যাতন, মামলায়ও মিলছে না মুক্তি
বাবার সব সম্পত্তি লিখে নিতে ছোট ভাই-বোনদের নির্যাতন, মামলায়ও মিলছে না মুক্তি
শ্রাবন হাসান
ফরিদপুরে আপন বড় ভাইয়ের নির্যাতনের শিকার হয়ে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন অপর পাঁচ ভাই-বোন। তাঁদের অভিযোগ, বাবার সব সম্পত্তি লিখে নিতে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে তাঁদের। সর্বশেষ তুচ্ছ ঘটনায় ছোট ভাইকে মারধরের ঘটনায় প্রতিবাদ করতে গেলে তাঁদের বেধরকভাবে মারধর করেন বড় ভাই রিপন শেখ (৪০) সহ কয়েকজন। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কোনো আসামী না ধরায় নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাঁদের।
ঘটনাটি ঘটেছে জেলা সদরের কৈজুরী ইউনিয়নের তুলাগ্রামে। ওই গ্রামের বৃদ্ধ শেখ চান মিয়ার (৬০) ৭ সন্তানের মধ্যে জমিজমাকে কেন্দ্র করে এমন বিরোধ সৃষ্টি হয়েছে। তবে সকলের অভিযোগ বড় ভাইয়ের দিকে। তাঁদের নির্যাতনের ঘটনায় গত ০৬ অক্টোবর ফরিদপুর ১নং আমলী আদালতে মামলা করেন স্বামী পরিত্যাক্তা বোন সূচনা আক্তার (২৭)। পরে গত ১২ই অক্টোবর কোতয়ালী থানায় রুজু হয়। এতে বড় ভাই রিপন শেখসহ চারজনকে আসামী করা হয়। অন্যদের মধ্যে রয়েছে, রিপন শেখের স্ত্রী আফিয়া বেগম, আপন মামা জুয়েল শেখ ও মামাতো ভাই সজিব শেখ। এরমধ্যে একমাত্র জুয়েল শেখ গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে এসে অন্যদের সাথে ভয়ভীতি ও হুমকি-ধমকি দেয়া হচ্ছে পাঁচ ভাইবোনকে।
সুচনা আক্তার অভিযোগ করে বলেন, ছোট সময় থেকেই বড় ভাই আমাদের অন্য চোখে দেখতো। আমার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় বর্তমানে আমি একমাত্র ছেলেকে নিয়ে ওই বাড়িতেই অবস্থান করি। এতে বড় ভাই দিন দিন আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আমার একমাত্র ছোটভাই লিখন শেখকেও (১৭) বিভিন্ন সময় মারধর করে। কারন, আমরা বাইচ্যা থাকলে বাবার সব সম্পত্তি নিতে পারবে না। এজন্য বিভিন্ন সময় বাবাকেও নির্যাতন করে। আমার মায়ের বাবার বাড়ি একই গ্রামে হওয়ায় এক মামাও বড় ভাইয়ের পক্ষ নেয়।
তিনি আরও অভিযোগ করে বলেন, গত অক্টোবরে তুচ্ছ ঘটনায় আমার ছোট ভাইকে মামাতো ভাই সজিব মারধর করে। এর প্রতিবাদ করতে গেলে আমার বড় ভাইসহ মামা ও মামাতো ভাই আমাদের মারধর শুরু করে। আমার বড় বোন শিল্পী বেগম ঠেকাতে গেলেও তাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। পরে আমাদের তিনভাইবোনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নেই।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, অন্যদের ভাই-বোনের মিল দেখে আমাদের কষ্ট হয়। হাসপাতালে আমাদের দেখার মতোও কেউ ছিল না। এই ভাই আমারে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছে কিন্তু আমি কোথায় যাব, আমার আরতো কোনো জায়গা নেই।
বড় বোন শিল্পী বেগম অভিযোগ করে বলেন, আমার বাবার সম্পত্তি একাই লিখে নিতে বড় ভাই এলাকায় দলবল দিয়ে আমাদের নির্যাতন করে। ভয়ে মা ওর সাথে চলে গেছে। আমার বৃদ্ধ বাবাও ওর ভয়ে থাকে। কোনো ভাই বোনকে দেখতে পারে না। আমাদের মারধরের ঘটনায় মামলা করলেও পুলিশ তেমনভাবে গুরুত্ব দিচ্ছে না।https://www.profitablecpmrate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45
এই দুই বোন অভিযোগ করে বলেন, আজ আসামীদের জামিন হয়ে যাবে শুনতেছি। জামিন হলে আমাদের ওই বাড়িতে থাকতে দিবে না। এমনকি আমার ছোট ভাইকেও ওই বাড়িতে যেতে দিবে না। আমরা সুষ্ঠু একটি সমাধান না হয় বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবুল বাশার মোল্যা বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ওনাদের বড় ভাই রিপন ভাল প্রকৃতির লোক নয়। বর্তমান পরিস্থিতিতে আসামী ধরতে গিয়ে পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটছে। আমাদের ওপর হামলার শঙ্কায় সেভাবে অভিযান করতে পারতেছিনা। তাছাড়া বিষয়টি ওনাদের পারিবারিক সমস্যা এটা।
Tag:
No comments: