প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

ভাঙ্গার আন্দোলনে আহত দুই সাংবাদিককে আর্থিক সহযোগীতা করলেন মিজানুর রহমান মোল্লা

ভাঙ্গার আন্দোলনে আহত দুই সাংবাদিককে আর্থিক সহযোগীতা করলেন মিজানুর রহমান মোল্লা ডেস্ক রিপোর্ট ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ২৩ মাদক মামলার আসামি ডিজে মাহফুজ গ্রেফতার

২৩ মাদক মামলার আসামি ডিজে মাহফুজ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

ফরিদপুরের বোয়ালমারীতে ২৩ মাদক মামলার আসামি মো. মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজকে (৪৫) ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ) 

০৫ নভেম্বর মঙ্গলবার সকাল ৭টার দিকে বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামারগ্রাম থেকে তাকে গ্রেফতার করে ডিএনসির সদস্যরা। বিকেলে মাহফুজকে আদালতে পাঠানো হয়েছে। 

ডিজে মাহফুজ দক্ষিণ কামার গ্রামের মৃত গঞ্জর আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (-সার্কেল) মো. আমিরুল ইসলাম বাদি হয়ে বোয়ালমারী থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।

 

মামলা অভিযান সূত্রে জানা যায়, মো. মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজ চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় ২৩টি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালের দিকে বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামে ডিজে মাহফুজের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে আসামি পালানোর সময় তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।https://www.profitablecpmrate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45  

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় পর্যন্ত ২৩টি মাদক মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply