প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে

পুলিশের বাড়িতে ডাকাতি, ডাকাত আতঙ্ক উপজেলা জুরে, উদাসীন পুলিশ ভাঙ্গা প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় সম্প্রতি ফাঁকাবাড়িতে কেয়ারটেকারকে নৃশংসভাবে ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে মহাসড়ক দখল করে বিএনপি’র ক্লাবঘর নির্মান

ফরিদপুরে মহাসড়ক দখল করে বিএনপি’র ক্লাবঘর নির্মান

ডেস্ক রিপোর্ট

ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে মহাসড়কের পাকা জায়গা দখলে নিয়ে স্থাপণা নির্মানের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই নেতার দাবি ব্যক্তিগত স্থাপনা নয়, বিএনপির ক্লাবঘর নির্মাণ করা হচ্ছে।

জেলা সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদি বাজারের পাশে ফরিদপুর-ঢাকা মহাসড়কের ওপর ওই স্থাপণাটি নির্মাণাধীন রয়েছে। এতে নেতৃত্ব দিয়ে ঘরটি তুলছেন মাচ্চর ইউনিয়নের ধুলদি বাজারের সিমেন্ট ব্যবসায়ী মো. চুন্নু মোল্যা। সে ওই এলাকার বাসিন্দা এবং নিজেকে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলের সমর্থক বলে পরিচয় দেন। এছাড়া তিনি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে নিশ্চিত করেন ওই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেমায়েত সরদার।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ফরিদপুর মহাসড়কের ওই অংশটির সেতু অকেজো হওয়ায় পাশেই সড়কের আরেকটি অংশ করা হয়। গত তিন বছর যাবৎ মূল সড়ক হিসেবে নতুন অংশটি ব্যবহার করা হচ্ছে। এরপর থেকে ওই অংশটি বন্ধ হয়ে গেলেও ছোট যানবাহন চলাচল করে।

সম্প্রতি মহাসড়কের অব্যবহৃত ওই অংশের উপরেই অর্ধপাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন চুন্নু মোল্যা। সড়কের পিচঢালাইয়ের পুরো অংশের উপরেই ইট-বালু দিয়ে পাকাকরণ করা হয়েছে। এরপর বাশ কাঠ দিয়ে কাঠামো তুলে ধরা হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বললে কেউ কথা বলতে রাজি হয়নি। এসময় সেখানে দলবল নিয়ে হাজির হন ওই ব্যক্তি। তিনি নিজেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বলেন, 'এলাকার মানুষের সহযোগিতায় এটা আমি করতেছি। এখানে আমাদের ক্লাবঘর করা হবে। কয়েকদিন আগে জাঁকজমকভাবে উদ্বোধন করা হয়েছে।'

তবে বিষয়টি জেলা বিএনপি অবগত নয় বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা। তিনি এ প্রতিবেদককে বলেন, 'সড়কের উপর কেউ স্থাপণা নির্মান করলে সেটি সড়ক বিভাগ আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে এবং বিএনপির কেউ করে থাকলে ব্যবস্থাও নেয়া হবে।'

এছাড়া চুন্নু মোল্যা নামের ওই ব্যক্তি বিএনপির কোনো পদধারী নেতা নয় বলে তিনি দাবি করেন। তিনি বলেন, এখন অনেকেই কার্যসিদ্ধি করার জন্য বিএনপি পরিচয় দিয়ে থাকে।

বিষয়ে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার বলেন, 'আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। পিচ ঢালাই সড়কের উপর স্থাপনা নির্মাণ অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আমরা এখনই স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সে যে দলেরই হোক। '

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply