মানব সেবায় লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি
মানব সেবায় লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি
ডেস্ক রিপোর্ট
লায়ন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও অক্টোবর সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি (জেলা ৩১৫ এ ১) নানা কর্মসূচি গ্রহণ করেছে।
তারই ধারাবাহিকতায় ৮ অক্টোবর মঙ্গলবার সদর উপজেলার চারমাধবদিয়া ইউনিয়নের আনসার মাতুব্বরের ডাঙ্গি পশ্চিম বালুধুম এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, মাদ্রাসা ছাত্রছাত্রীদের মাঝে পোষাক ও উন্নত খাদ্য এবং দরিদ্রদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বক্তব্যে লায়ন মহসিন শরীফ বলেন, বেসরকারি সেবামূলক সংস্থা হিসেবে পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি কার্যক্রমে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি অবদান রাখছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানবকল্যাণ ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা, ছিন্নমূল মানুষের পুনর্বাসন, শিক্ষা সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযানসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় এগিয়ে এসেছি। আমরা সব সময় আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।
তিনি বলেন, আমাদের এ সেবা সপ্তাহে আজ এই প্রত্যন্ত অঞ্চলের ৫ শতাধিক চক্ষু রোগীকে বিনামুল্যে চক্ষু পরীক্ষা করে, প্রয়োজন অনুযায়ী ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে। এছাড়াও এই মাদ্রাসার ৩৮ জন শিক্ষার্থীকে ইউনিফর্ম ও উন্নত মানের খাবার এবং ৫০ জন নারী পুরুষকে শাড়ী ও লুঙ্গি দেওয়া হয়েছে। শুধু এই সেবা সপ্তাহই নয় আমরা সারা বছরই মানব সেবা দিয়ে থাকি। এ সময় তিনি মাদ্রাসার নতুন ভবনের জন্য ৫ বান্ডেল টিন প্রদান করার ঘোষণা দেন।
ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মোঃ সাইফুল ইসলাম, ১ নং সহ সভাপতি আনু বিনতে হাকিম, যুগ্ম সাম্পাদক লায়ন সুমন, লায়ন মশিউর রহমান যাদু মিয়া, কোষাধ্যক্ষ লায়ন রিপন আহমেদ বাপ্পীসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এসব কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন।
Tag:
No comments: