দুর্গোৎসব ঘিরে প্রতিটি মন্দিরে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: ফরিদপুরের ডিসি
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেছেন, ‘শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রতিটি মন্দিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। সব ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। দুর্গোৎসবকে সার্বজনীন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূজার প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘বিগত দিনের মতো এ বছরও শারদীয় দুর্গাপূজায় মন্দিরে মন্দিরে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজেদের সচেতন থাকতে হবে। বিশেষ করে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রত্যেক মন্দিরের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। কোনও মন্দিরে অপ্রীতিকর কিছু ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবো।’
সভায় উপস্থিত ছিলেন লে. কর্নেল খালিদ, জেলা পুলিশ সুপার আব্দুল জলিল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান সাহা, সহসভাপতি ডা. অপু সাহা ও শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার প্রমুখ।
সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা বলেছেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। আমরা আবহমান কাল ধরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ খ্রিষ্টান একসঙ্গে বসবাস করে আসছি। কখনও কোনও সমস্যা হয়নি। আশা করছি, এবারও হবে না। আমরা সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারবো। এবার ফরিদপুরে ৭২৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। গত বছর ৮০৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হয়েছিল।
No comments: