জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতির
পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
মাহফিল
বিশেষ প্রতিনিধি:
স্বাধীনতার
মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
১৬ই
আগস্ট বুধবার সকাল ১১টায় ফরিদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
সভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার (পিএএ)। বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য
রাখেন পুলিশ সুপার মো: শাহজাহান (বিপিএম সেবা), জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ।
অনুষ্ঠানে
মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি ও
জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো:
আবুল ফয়েজ শাহনেওয়াজ, সদর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শামসুদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার। এ সময় জেলা উপজেলার
মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান
সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমান।
Tag:
No comments: