ফরিদপুরে ১৯ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফরিদপুরে ১৯ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
ফরিদপুর
সদর উপজেলায় ছয় হাজার ৩৯০
পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। যার বাজার মুল্য ১৯ লাখ টাকা
বলে জানা গিয়েছে।
মঙ্গলবার
দুপুরে র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি
কমান্ডার কেএম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর সদরের শিবরামপুরের মালেক শেখের ছেলে মো. হাবিবুর বাশার ওরফে সুমন শেখ এবং একই এলাকার রহমান শেখের ছেলে মো. তুহিন শেখ। তাদের কাছ থেকে একটি অটোরিকশা, দুইটি মোবাইল ফোন এবং নগদ প্রায় আট হাজার টাকা
উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয় হাজার ৩৯০ পিস ইয়াবাসহ সুমন ও তুহিনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৯ লাখ টাকার বেশি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।
Tag:
No comments: