সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবী করলেন ফরিদপুরের ডিসি
সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবী করলেন ফরিদপুরের ডিসি
বিশেষ প্রতিনিধি
ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, সিএনএন, বিবিসি এদের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের সাংবাদকর্মীরা কিভাবে ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করছে তা দেখলেই বোঝা যায় সাংবাদিকতা কি জিনিস। আমরা দেখেছি সংবাদ পরিবেশন করতে গিয়ে অনেকে মৃত্যুর মুখোমুখি হয়েছে, অনেকে মারা গিয়েছেন।
এইতো কয়েকদিন আগেও জামালপুরের একজন সাংবাদিক সংবাদ পরিবেশ করতে গিয়ে মারা গিয়েছেন। আমরা সেই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া এ সাংবাদিক হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের আমরা কঠোর বিচার দাবী করছি।
৩ জুলাই সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২১ বছরে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনটিভির ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, স্বনামধন্য ব্যবসায়ী নেতা আবুল খায়ের মিয়া, শিক্ষাবিদ অধ্যাপক মো. শাহজাহান।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও লেখক মফিজ ইমাম মিলন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, চ্যানেল টুয়েন্টিফোর অনলাইন বিভাগের প্রধান রাজিব খান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এফডি এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফএ'র নির্বাহী পরিচালক আ,ন,ম ফজলুল হাদী সাব্বির সহ ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিক গোলাম
রাব্বানী নাদিম
গত ১৪
জুন হামলার
শিকার হয়ে
ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় ১৫
জুন মারা
যান। ১৮
জুন সাংবাদিক নাদিমের
স্ত্রী বাদী
হয়ে ২২
জনসহ অজ্ঞাত
২০-২৫
জনের বিরুদ্ধে একটি
মামলা দায়ের
করেন। মামলার
প্রধান আসামি
সাধুরপাড়া ইউপি
চেয়ারম্যান মাহমুদুল আলম
বাবু, জাকিরুল,
রেজাউল, মনিরুলসহ আসামির
মধ্যে ৪
জনকে গ্রেপ্তার করে
র্যাব। পুলিশের
হাতে গ্রেপ্তার হন
আসামি গোলাম
কিবরিয়া সুমন।
Tag:
No comments: